এই ছেলেটি হারিয়ে গেছে খুজে পেত সহায়তা করুন


মো. শাওন মিয়া (মুতাসিন), পিতা মো. সাদেকুল ইসলাম ও মাতা মোছা. শাহানা বেগম — গ্রাম: খোর্দ্দ নুরপুর, ডাকঘর: বৈরাদীহাট, থানা: মিঠাপুকুর, জেলা: রংপুর। বয়স মাত্র ১০ বছর। বৈরাদীহাট সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার দশ পারা কোরআনের হাফেজ।

সম্প্রতি, এই নিষ্পাপ শিশু নিখোঁজ হয়েছে। সন্তানের শূন্যতায় মায়ের বুক ছিন্নভিন্ন, বাবার হৃদয় ক্ষত-বিক্ষত। হারানোর যন্ত্রণায় প্রলয় চলছে এক দুঃসহ প্রহরে।

সকল মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মানবিক হৃদয়সম্পন্ন নাগরিকদের প্রতি আকুল আবেদন— এই শিশুটির সন্ধান পেলে দয়া করে দ্রুত যোগাযোগ করুন। একটি শেয়ার, একটি কমেন্ট, একটি লাইক — ফিরিয়ে দিতে পারে একটি মায়ের নিঃস্ব বুকের আর্তনাদ।

যোগাযোগ:
হটলাইন: ০১৭৫৮-০৮৮৯৯৭
“একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট — বাঁচাতে পারে একটি ভেঙে পড়া পরিবার।”