মুন্সীগঞ্জে বিপাকে বিএনপি :মাদক ব্যবসা ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে নেতারা

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। উক্ত উক্তিগুলো উপদেশ হিসেবে মেনেই একজন রাজনীতিবিদ আদর্শবান নেতা হয়ে ওঠে। এই ছবক মেনে গোটা মুন্সীগঞ্জে বিএনপি ও তার অঙ্গ সংগঠন তৃণমূল পর্যায়ে কাজ করে জনগণের মন জয় করে নিয়েছে। ইদানীং কতিপয় ধান্দাবাজ বিএনপিতে ঢুকে অপকর্মে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় চিন্তিত হয়ে পড়েছেন শীর্ষস্থানীয় নের্তৃবৃন্দ। মুন্সীগঞ্জের লৌহজংয়ে গত শনিবার লৌহজং উপজেলাধীন কনকসার বাজারের পাকা ব্রীজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
কুখ্যাত হিরোইন ব্যবসায়ী মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুলকে হিরোইনের বড় একটি চালানসহ আটক করেছে লৌহজং থানা পুলিশ।
তাছাড়া গতকাল ছিনতাই করতে গিয়ে যুবদল নেতা সম্রাট ওরফে বাবু মিজি গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামে ছিনতাই করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। উল্লেখ যে, তিনি বিএনপি নেতা মনির মিজির ছেলে ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার কাছ থেকে ৪টি হাতবোমা, একটি ছোঁড়া ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সচেতন মহল নির্বাচনের আগেই দলীয় সংস্কারের পক্ষে মত পোষণ করেছেন।