লালমনিরহাট কুড়িগ্রাম ধরলা নদীতে ডুবে ১২ বছরের এক কিশোরএর মৃত্যু

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী
রংপুর বিভাগীয় চীপ,
বিবিসি নিউজ ২৪।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকার ধরলা নদীতে ডুবে এরফান আলী (১২) নামের এক কিশোর এর হৃদয় ব্যাথিত মৃত্যু হয়েছে। দু’দিন নিখোঁজ থাকার পর রবিবার (২০ এপ্রিল) বিকেলে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত এরফান সদর উপজেলার কর্ণপুর এলাকার বাসিন্দা সুজাত হোসেন দুলুর ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে চর এলাকা থেকে ব্যাপারীটারির দিকে যাওয়ার সময় নদীতে পড়ে যায় এরফান। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে রবিবার সকালে কুলাঘাট ইউনিয়নের খাড়ুয়া ঘাট এলাকায় নদীতে ভেসে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তা এরফানের মরদেহ হিসেবে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন।
এই ঘটনার বিষয়টি নিশ্চিত করে, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানিয়েছেন, আমিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পারিবারিক অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এক্ষেত্রে মৃত্যুর (ইউডি) একটি মামলা হয়েছে।
এরফানের মামা বেলাল হোসেন বলেছিলেন, এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। এত ছোট বাচ্চা এভাবে চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন। আমাদের কোনো সন্দেহ বা অভিযোগ নেই। সন্তানের মৃত্যুর খবরটি এলাকায় শোকের ছায়া নিয়ে এসেছে।
কতো ফুল ফোঁটার আগেই ঝড়ে যায়।