শৈলকুপায় অতর্কিত হামলার শিকার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খায়ের খাঁন

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলারহাট ফাজিলপুর বাজার থেকে অতর্কিত হামলায় আহত হন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু খায়ের খান।শনিবার রাতে হাটফাজিলপুর বাজারে অবস্থানকালে তার উপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী।
হামলায় গুরুতর আহত আবু খায়ের খাঁনকে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে ঘটনাস্থলে অবস্থান করছিল। কেন এই হামলা তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান, বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। দোষীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, আবু খায়ের খান দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যুক্ত থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছিলেন।
উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়নে তার গ্রামের বাড়ী।