কেন্দুয়ায় আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় বিএনপির নেতাকর্মী আহত ৫, বাড়ি ভাংচুর

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় বিএনপির নেতাকর্মী আহত ৫, বসতবাড়ি ভাংচুর করা হয়েছে ।
১৮ এপ্রিল শুক্রবার সকাল অনুমান (০৭) ঘটিকায় কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উলুয়াটি (মধ্যপাড়া) গ্রামের নজরুল ইসলামের নতুন বসত ভিটায় এ সন্ত্রাসী হামলা ও ভাংচুর করা হয় ৷ এতে আহত হোন ক্রয়কৃত মালিক নজরুল ইসলাম(৫৬) সহ নাসরিন আক্তার (২৫), হ্যাপি আক্তার (৩৫), রফিকুল ইসলাম (৪০) ও সাইকুল ইসলাম (৩০)। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে পারিবারিক সূত্রে ।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে রফিকুল ইসলাম (৪০), নজরুল ইসলাম (৫৬) ও নাসরিন আক্তার (২৫)কে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন জরুরি বিভাগ ৷
সরেজমিনে গিয়ে নজরুলের ভাই জসিম উদ্দিনের কথা হলে তিনি বলেন- আমরা গরিব নিরীহ মানুষ, দিন আনি দিন খাই। আমরা সাত (৭) ভাই এক সঙ্গে একই বাড়িতে থাকি। জায়গার সমস্যার কারণে অনেক কষ্ট করে এইটুকু জায়গা ক্রয় করে বাড়ি নির্মাণ করেছিলাম। কিন্তু এই বাড়িটিও আবু সাদেক, খোকন, মুকুল, ফয়সালসহ আওয়ামী লীগের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে। এতে বাধা দিতে গেলে আমার ভাই ও ভাবিদের গুরতর আহত করে । বিশেষ করে আমার ভাই নজরুল ময়মনসিংহ মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমি এর সুষ্ঠু বিচার চাই ।
অন্যতম অভিযুক্ত খোকন মিয়ার সহধর্মিণী মোমেনা আক্তার বলেন- এই জায়গা আমার মামা শশুরের,কিন্তু এর ওয়ারিশান আমরাও। আমাদেরকে না জানিয়ে এই জায়গা বিক্রি করে দেয় নজরুলের কাছে,এটা ঠিক হয়নি।
এ বিষয়ে আবু সাদেক বলেন-এই জায়গা নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। কোন ভাবেই এই জায়গা বিক্রি ও ক্রয় করতে পারেন না,ক্রয় করেছে বলে তাই আমরা বাধা দিয়েছি। আমরাও তিনজন আহত হয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে বলেন- ইতোমধ্যে আমরা ঘটনা অবগত আছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷