সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়িপেটা, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি:-
অটোরিকশা স্ট্যান্ডের ইজারার টাকা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অটোরিকশা স্ট্যান্ডের ইজারার টাকা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির এক নেতাকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
শুক্রবার দুপুরে থানা গেইটের সামনে হামলার ঘটনা ঘটে বলে জানান উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক।
আহত আজাদ হোসেন আজাদ উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।
উল্লাপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন বলেন, “বিএনপি নেতা আজাদ উল্লাপাড়া মটর মালিক সমিতির কার্যালয়ে নিয়মিত ওঠাবসা করেন। এ বছর সিএনজি স্ট্যান্ডের ইজারা পেয়েছেন জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
“বৃহস্পতিবার বিকালে জামায়াতের নেতাকর্মীরা ইজারা তুলতে এসে মটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। এ নিয়ে আজাদের পক্ষের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
শুক্রবার উপজেলা মসজিদে জুম্মার নামাজ পড়ে বিএনপি নেতা আজাদ থানার গেইটের সামনে গেলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামরাকারীরা হাতুড়ি ও রড দিয়ে আজাদকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।”
তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিক উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন।
আগামী ১২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার দাবি করা হয়েছে; অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন যুবদল নেতা নিক্সন কুমার।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, “জামায়াতের পক্ষ থেকে উল্লাপাড়া সিএনজি স্ট্যান্ড বাংলা নতুন বছরে ইজারা নেওয়া হয়েছে।“জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা ইজারার টাকা তুলতে গেলে বিএনপি নেতা আজাদের লোকজন বৃহস্পতিবার বিকালে ও শুক্রবার সকালে দুই দফা তাদের মারধর করেন। এ ঘটনার জেরে আজাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।”
পুলিশ পরিদর্শক নিয়ামুল হক বলেন, আহত আজাদকে বগুড়ায় নেওয়া হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।