কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধান ২ঃ
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৬০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন । এ ঘটনায় তার স্বামী নওদাখাদিমপুর গ্রামের মন্টু সরদার আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের আটমাইল নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
সূত্র জানায় পঞ্চগড় থেকে যশোরগামী বালি বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট-২২-৪৬০২) উক্ত স্থানে স্বামী-স্ত্রীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু ও স্বামী গুরুতর আহত হয়। পুলিশ ঘটনার স্থান থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে।