কেন্দুয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

মো :লুৎফুর রহমান হৃদয়, ময়মনসিংহ বিভাগীয় ব্যুরোঃ
বৃহস্পতিবার সকাল দশটায় কেন্দুয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে ।অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ,কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। সভার শুরুতেই গত মাসের অপরাধ চিত্র ও মামলার বিষয়ে কথা বলেন, কেন্দুয়া থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান জুয়া ,মাদক প্রতিরোধ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রয়োগ বন্ধের দাবিতে সচেতনতামূলক সভা ও মাদক জুয়া প্রতিরোধ কমিটি গঠন করে সামাজিক আন্দোলনের দাবি তোলেন। দাবি করেন কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা। সাংবাদিকদের পেশাগত জীবনে স্বাধীনতা দাবি করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বিবিসি নিউজে ময়মনসিংহ বিভাগীয় প্রধান ও উপজেলা মিডিয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান হৃদয়। এছাড়া আরো বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি, সেকুল ইসলাম খান ,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ ও কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক খন্দকার আসাদুজ্জামান ও নও পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলার নির্বাহী অফিসার বলেন আসুন জুয়া ,মদ, দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করে একটি সুন্দর কেন্দুয়া গড়ে তুলি।