আদালতের রায়ের প্রতিবাদ ও কারিগরি ছাত্রদের ছয় দফা দাবীতে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধান ২ ঃ
ছয় দফা দাবীতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
যে কারণে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে সকল রুটে যান চলাচল। দীর্ঘ যানজন সৃষ্টি হয় সড়কের উভয় পাশে। ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা।
সেসময় শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের দেওয়া পদোন্নতির রায় হাইকোর্ট অবৈধ উল্লেখ করে তা বাতিলের দাবী জানান। সেই সাথে ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন, উচ্চশিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোন বয়সে ভর্তির সুযোগ বাতিল করে বিশ্বের আদলে ৪ বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করারসহ তাদের দেওয়া ৬ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান। পরে প্রশাসনের দেওয়া আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
মোঃ আবু সাইদ শওকত আলী
মোবাইল ০১৭১৩৪৫৯৯৯১
তারিখ ১৬/০৪/২০২৫ ইং