নবীনগর জুলাইপাড়ার প্রবাসী ও গ্রামবাসীরনিজস্ব অর্থায়নে নতুন রাস্তা ও কাঠের ব্রিজ শুভ উদ্বোধন ।

মোঃ জানে আলম রনি ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন জুলাইপাড়া গ্রামবাসী ও গ্রামের সকল প্রবাসীদের আর্থিক সহায়তায়, নবীনগর শিবপুর টু রাধিকা রোড ব্যবহার করে শিবপুর বাজারে যাওয়া আসা করায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবল থেকে নিজেদের রক্ষা করতে, নিজস্ব অর্থায়নে বিকল্প সড়ক ও কাঠের সেতু নির্মাণ করা হয়েছে
গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে।

জুলাইপাড়া কেন্দ্রীয় মসজিদ হইতে গ্রামের উত্তর পাশ দিয়ে রাস্তা, নান্নু মিয়ার বাড়ি হয়ে, খালের উপর কাঠের ব্রিজ হয়ে শিবপুর বাজারে অতি সহজেই স্কুল-কলেজের ও গ্রামের মানুষ দুর্ঘটনা থেকে মুক্ত হয়ে কম সময়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে ।

সেই লক্ষ্যে উক্ত রাস্তা তৈরি ও কাঠের ব্রীজ নিজেদের অর্থায়নে নির্মিত হওয়ার পর রবিবার সকালে, জুলাইপাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিথিতে, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই ২২ মিটার নতুন রাস্তা ও কাঠের ব্রিজটির শুভ উদ্বোধন করা হয়েছে ।

এসময় উপস্থিত জুলাইপাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান নবীনগর টু শিবপুর রাধিকা মহাসড়ক চালু হওয়ার পর থেকে প্রতিদিনই ভয়াবহ দুঃঘটনা ঘটেই যাচ্ছে ,কয়েকদিন পর পর আমাদের গ্রামের মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই আমাদের স্কুল কলেজ মাদ্রাসার কিন্ডার গার্ডেন সকল সকল ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তার জন্য চিন্তা করে আমাদের গ্রামের বিকল্প কোন রাস্তা না থাকায়, আমরা গ্রামবাসী ও গ্রামের সকল প্রবাসীগণ মিলে নিজস্ব অর্থায়নে এই নতুন রাস্তা ও কাঠের ব্রিজটির উদ্যোগ নিয়েছি,।
যাতে করে আমাদের গ্রামবাসী ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী যেন নিরাপদে আসা-যাওয়া করতে পারে ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সফিকুর রহমান মাহতাব মাস্টারের সভাপতিত্বে ও মোঃ মহসীন সরকারের সঞ্চালনায় এতে প্রধান নিঊজ ডেস