বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, অবশেষে যাকে বিয়ে করলেন শুভ

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে গত বুধবার সকালে শুভ রায় (২৫) নামের এক যুবকের বাড়িতে অনশনে বসেছিলন দুই সন্তানের জননী।
অবশেষে সামাজিক ও পারিবারিক চাপে প্রেমিক শুভ রায় তাকে বিয়ে করতে বাধ্য হন।

দুই সন্তানের জননী শিল্পী রানী সরকারের (৩০) বাড়ি ফরিদপুর সদর উপজেলার কমরপুর ইউনিয়নের বাহিদিয়া গ্রামে। ছয় বছর আগে দুই সন্তানকে রেখে মারা যায় তার স্বামী । তিন বছর পর শুভর সাথে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয় দুই সন্তানের জননী শিল্পী রানী সরকারের সাথে প্রেমিক শুভর । সম্পর্কের এক মাস পর কর্ম জীবনে দুই সন্তানকে রেখে সৌদি প্রবাসে যায় শিল্পী রানী সরকার। মোবাইল ফোনের স্বামী স্ত্রীর পরিচয়ে দুই সন্তানের জননী শিল্পী রানী সরকারের সাথে অন্তরঙ্গ অবস্থায় কথাও হয় তাদের। দুইজনেই হারিয়ে যায় গভীর প্রেম নীলায়।

হঠাৎ জানতে পারে প্রেমিক ওই শুভর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। ভালোবাসার টানে কর্মজীবন ফেলে সৌদি আরব থেকে শুভকে খুঁজতে চলে আসে দিনাজপুরে। দুই সন্তানের মায়া ও স্বামীর সংসার ফেলে শুভর বাড়িতে অনশনে বসে বিয়ের দাবিতে ।
অবশেষে দুই দিন অনশনে থাকার পর বিয়ে করে প্রেমিক শুভ।