কেন্দুয়া উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ মাইন উদ্দিন নির্বাচিত

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের নওপাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন।
২৮ মার্চ সকালে ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক প্রজ্ঞাপনে এ আদেশ দেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করেন ১৯ মার্চ উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা আক্তার এডহক কমিটির জন্য আবেদন করেন।
এর পরিপেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্কুল পরিদর্শন করে ২৮ মার্চ ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির আদেশ দেন।
এডহক কমিটিতে সভাপতি পদে মোঃ মাইন উদ্দিন, সদস্য সচিব উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা সোমা আক্তার, সাধারণ শিক্ষক সদস্য সারোয়ার মাসুম খান, অভিভাবক সদস্য মোঃ আবুল মিয়াকে নির্বাচিত করেছেন।
জানা যায়- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নওপাড়া উচ্চ বিদ্যালয়ে অনেক আন্দোলন সংগ্রাম করে সভাপতি হয়েছিলেন উক্ত ইউনিয়নে চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার, ৫ আগষ্ঠের পর কিছু দিন স্থিতিশীল থেকে নতুন করে এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা,কেন্দুয়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন।
এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় নওপাড়া ইউনিয়ন বিএনপির সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ১০ এপ্রিল সন্ধায় দুর্গাপুর মোর বাজারে মিষ্টি বিতরণ করেছেন।