ভোলাহাটে বিজিবি-জনগণের মধ্যে নজিরবিহীন ঘটনা! ভুল বুঝাবুঝিতে অবৈধ মোবাইল ছিনিয়ে নিলো জনগণ

এম. এস. আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিজিবি-জনগণের মধ্যে নজিরবিহীন ঘটনায় ভুল বুঝাবুঝিতে অবৈধ ইণ্ডিয়ান চোরাই এ্যাণ্ড্রোইড মোবাইল ব্যবসায়ী বিজিবি’র কাছে থাকা উদ্ধারকৃত ৩টি মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ৯টায় ঘটে।
সরজমিন-স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চামুশা-চাঁনশিকারী কোম্পানীর মাঝামাঝি স্থান চামুশা গ্রামের ঘটনা। চামুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঐ এলাকার ইণ্ডিয়ান চোরাই মোবাইল ব্যবসায়ীদের কথা বিজিবির ১টি টহলপার্টী গোপন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে গেলে ৩জনের নিকট ৩টি চোরাই মোবাইল উদ্ধার করে। পরে স্থানীয়রা বিজিবির উপর ক্ষিপ্ত হয়ে উল্টো বিজিবির নায়েক হাবিবসহ ২জনকে টানাহেচরা করে বিজিবির উদ্ধারকৃত মোবাইল ৩টি স্থানীয়রা ছিনিয়ে নেয়। এমনকি বিজিবি সদস্যগণের গায়ে ও অস্ত্রে হাত দেয়ার একটি ভিডিও চিত্র অনলাইন স্যোসাল মিডিয়ায় প্রচার হয়েছে বলে প্রত্যক্ষ করা গেছে।
ঐ ঘটনাস্থানের মুদি দোকানী সাদিকুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় প্রকৃত দোষী ও অবৈধভাবে মোবাইল ব্যবসা বন্ধ ও বিজিবি সদস্যের সাথে অপব্যবহার করার সুষ্ট তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
ঐ এলাকার জনৈক নামে প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, আমরা শান্তিপ্রিয় গ্রামের মানুষ। বিজিবি ও সাধারণ জনগণ মিলেমিশে বসবাস করতে চাই। তাই বিজিবির প্রতি এহেন খারাপ আচরণ ও বিশেষ করে বিজিবির পোষাক পরিহিত অবস্থায় তাদের সম্মান প্রদর্শন করা সর্বোপরি আমরা সাধারণ জনগণের সম্মানীকে সম্মান দেখানো প্রয়োজন বলে তিনি জানান।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শুধুমাত্র বিজিবি সদস্য নয়, আমাদের সকলের উচিৎ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা করে আমাদের বাংলাদেশকে সোনার বাংলা করে গড়ে তোলা। সে সাথে বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখেন, তাদের আওতাধীন বিজিবির শ্লোগান-মনোবল-ভাতৃত্ববোধ-শৃংখলা ও দক্ষতা বজায় রাখতে নজরদারীর জোর দাবী জানান তারা।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিজিবির সাথে স্থানীয়দের খারাপ আচরণের ঘটনার স্থির ও ভিডিও দৃশ্য।