মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আ স ম আবু থালেব, বিশেষ প্রতিনিধি:- আজ মঙ্গলবার সন্ধ্যা ৭:০০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুন্সিগঞ্জ -২ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসেনের বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র টঙ্গীবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন শেখ।
সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ওবায়দুল্লাহ সরদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং ) এর এম পি প্রার্থী , জননেতা আলহাজ্ব কে এম বিল্লল হোসাইন ,
বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা সোহরাব হোসাইন ফারুকী, জেলা শাখার সেক্রেটারি গাজী মোহাম্মদ রফিকুল ইসলাম ও জেলার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে প্রত্যেক দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে , টঙ্গীবাড়ী লৌহজং এর প্রত্যেক নাগরিকের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে হবে , ইসলামের আদর্শে আদর্শিত করার জন্য সবাইকে দাওয়াতী কাজের মনোযোগী হওয়ার আহ্বান জানান ।
বিশেষ অতিথি মাওলানা সোহরাব হোসাইন ফারুকী সাহেব বলেন, প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট সহ সকল কমিটিগুলো ভালোভাবে কাজ করার জন্য আহবান জানান এবং ইউনিয়নসহ সকল সহযোগী সংগঠনের কার্যক্রম বৃদ্ধির জন্য নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন।
জেলা সেক্রেটারি গাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব বলেন , ভোট একটি আমানত এই আমানত যাতে সকলে সঠিক জায়গায় দিতে পারে এজন্য সকল নাগরীকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মোঃ জসিম উদ্দিন বলেন , প্রচার এবং প্রসার ছাড়া কখনো সংগঠন অগ্রসর হওয়া সম্ভব নয় অতএব সংগঠনিক প্রচার এবং প্রসারের জন্য সকলকে সঠিকভাবে দাওয়াতী কাজের জন্য আহ্বান করেন। ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত সামষ্টি কেন্দ্রিক দাওয়াত সহ ইসলাম প্রতিষ্ঠার বিষয়ে দাওয়াতি কাজপ উদ্বুদ্ধ করার জন্য আহ্বান করেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ খান। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাসাইল-বানাড়ি ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল হাকিম খান , কামারখাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আল আমিন বিক্রমপুরী, যশলং ইউনিয়ন শাখার সেক্রেটারি জসিম আহমেদ কাজী প্রমূখ।