হরিনাকুন্ডুতে উপজেলা মোড়ে সাংবাদিককে কুপিয়ে জখম

মোঃ আবু সাইদ শওকত আলী,
    ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলা মোড়ে জাতীয় দৈনিক ভোরের সময় উপজেলা প্রতিনিধি ও দৈনিক একুশের বাণীর বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ হারুন অর রশীদ ইমারুলকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা।
জানা যায়  ২৭/০৫/২৫/ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার দোয়েল চত্বর মোড়ে এই হামলার শিকার হন সাংবাদিক ইমারুল।
হামলার বিষয়ে সাংবাদিক ইমারুল ইসলাম  বলেন,আমিও বাংলাদেশ প্রেসক্লাব হরিনাকুন্ডু উপজেলা শাখার কয়েকজন সাংবাদিক উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটা তথ্য জানার জন্য ফোন করি।
ফোনে নির্বাহী উপজেলা অফিসার বলেন,আপনারা একটু অপেক্ষা করেন আর কিছুক্ষণ পরে আসেন।
সে কারণে উপজেলা অফিসের সামনে আমিও আমার সহকর্মীরা একটা চায়ের দোকানে অপেক্ষা করি।
কিছু বুঝে উঠার আগেই হঠাৎ কিছু যুবক ধারালো অস্ত্র দিয়ে আমাকে কোপাতে থাকে।
আর বলতে থাকে বড় সাংবাদিক হয়েছো সাংবাদিকতা করা শিখিয়ে দেব। এরপর হামলাকরীরা স্থান ত্যাগ করে। আমার মাথা থেকে প্রচন্ড রক্ত পড়া দেখে সহকর্মীরা আমাকে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আমি চিকিৎসা সেবা নিচ্ছি। হামলাকারীদের সঙ্গে আমার পূর্বের কোন শত্রুতা নেই।
কিন্তু এরপরেও সন্ত্রাসীরা আমাকে ফোনে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে বর্তমানে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
সাংবাদিক ইমারুল কবিরের উপর হামলার ঘটনায় ঝিনাইদহ ও হরিনাকুন্ডু উপজেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সাংবাদিক মহল এঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।