গাজা দখল করতে গিয়ে বিপাকে ইসরাইল

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- যুদ্ধ বন্ধের চুক্তি ভঙ্গ করে গাজাবাসীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা ছাড়ার নির্দেশ অতঃপর ইসরায়েলের প্রেসিডেন্ট নেতিনিয়াহু গাজায় তার বর্বর বাহিনী দিয়ে মুসলমানদের ওপর পৈশাচিক হামলা চালিয়ে মুসলিম নিধন কার্যক্রম শুরু করার পরপরই ১৪তম শক্তিধর ইরান, সৌদি আরব, মিশর, ফিলিস্তিনের হামাস, লেবাননের হুথি গোষ্ঠী, রাশিয়া ও চীনসহ শক্তিশালী অনেক দেশ এখন মুসলমানদের পক্ষে গর্জে ওঠেছে। তারা মিশাইল বিমান সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে গাজার মুসলমানদের রক্ষায় সর্বাত্বকভাবে এগিয়ে এসেছে। তাদের সম্মিলিত হামলায় কোনাঠাসা হতে চলেছে ইসরাইল। ইতিমধ্যে ইসরাইলে প্রতিরক্ষা মন্ত্রী নেতিনিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাছাড়া ইসরাইলের জনগণ ক্ষিপ্ত হয়ে নেতিনিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছে। তারা যুদ্ধের পরিবর্তে শান্তি চাইলেও ট্রাম্পের সহযোগিতায় তাদের দাবি উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যেতে অনড় – অটল নেতানিয়াহু। পরিস্থিতি অনুধাবন করে আমেরিকাও লেজ গুটিয়ে মতের পরিবর্তন ঘটিয়ে বিশ্বকে হতবাক করে দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন।