ভিজিএফের চাল পাচ্ছেন মেম্বার দম্পতি, প্রভাবশালী ও মৃতরা

মোঃ রাসেল আহমেদ মদন উপজেলা প্রতিনিধি।অভিযোগ ওই দুজন উল্লেখ করেন, লিটন মিয়া ক্ষমতার অপব্যবহার করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে হতদরিদ্রদের বঞ্চিত করে প্রভাবশালীদের ভিজিএফের চাল দিচ্ছে। এ তালিকায় মেম্বার ও তার স্ত্রীর নামও। এছাড়া মৃতদের নাম দিয়ে ভিজিএফের ১০ কেজি করে চাল আত্মসাৎ করছেন।
সোমবার সরজমিনে এলাকায় গিয়ে দেখা যায়, মৃত মো. আক্কাছ ও মো. আলম মিয়াসহ একাধিক ব্যক্তির নামে চাল বিতরণ হয়েছে বলে সত্যতা মিলে। লিটন মেম্বার ও তার স্ত্রী সাহেরা আক্তারের নামও রয়েছে সুবিধাভোগীর তালিকায়।
মৃত আলম মিয়ার ছেলে শামীম মিয়া বলেন, ‘আমার বাবা গত ১০-১২ বছর আগে মারা গেছে। তিনি চাল নিবেন কীভাবে। আমার পরিবার এ চাল নেওয়ার প্রশ্নই উঠে না।’
অভিযোগের বিষয়ে লিটন মিয়া বলেন, ‘আমি আওয়ামী লীগ করি এটাই আমার অপরাধ। এছাড়া সালেক ও হুমায়ুন কেন আমার বিষয়ে অভিযোগ করেছেন তা আমি জানি না।’ দরিদ্রদের বঞ্চিত করে মৃত ও প্রভাবশালীদের নামের তালিকা দিয়ে চাল বিতরণ করেছেন এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
এ বিষয়ে মদন সদর ইউনিয়েনর প্রশাসক ইমরান হাবিব বলেন, ‘মেম্বারদের তালিকার ভিত্তিতে আমি চাল বিতরণ করেছি। অভিযোগ এসেছে ইউপি সদস্য লিটন মৃতদের নামের তালিকা দিয়ে চাল উত্তোলন করেছে। বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা বলব।’
মন্তব্য নিতে ইউএনও অহনা জিন্নাতকে বার বার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।