তাড়াশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণে মাদ্রাসা ছাত্র গ্রেফতার

এস,এম,রুহুল তাড়াশী,
সিরিজ গন্জ জেলা প্রতিনিধি:-
সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসলাম হোসেন (১৪) উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গুচ্ছগ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আড়ংগাইল দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র।
যৌন নীপিড়নের স্বীকার ওই ছাত্রীর মা বলেন, আমি আড়ংগাইল গুচ্ছগ্রামে বসবাস করি। আমার মেয়ে দ্বিতীয় শ্রেণীতে লেখা-পড়া করে। মেয়ে বাবা ঢাকায় অবস্থান করে দিন মজুরের কাজ করেন। গত শনিবার আমার মেয়ে সহপাঠিদের সাথে প্রতিবেশি শহিদুল ইসলামের আঙ্গীনায় খেলা করছিল।
এ সময় শহিদুলের ছেলে আসলাম চকলেটের লোভ দেখিয়ে আমার অবুঝ শিশুটিকে নিয়ে পাশের বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে যৌন নীপিড়ন চালাতে থাকে। শিশুটির আত্মচিৎকারে তার সহপাঠিরা এগিয়ে এলে আসলাম পালিয়ে যায়। আমি তাড়াশ থানায় অভিযোগ করতে গেলে আসলামের আত্মীয় স্বজন উপযুক্ত বিচার দেয়ার কথা আমাকে ফিরিয়ে আনেন। কিন্তু ৬ দিনেও কোন বিচার না পেয়ে আমি বৃহস্পতিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, মেয়ের মায়ের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্ত আড়ংগাইল দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র আসলামকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।