নওগাঁ ধামইরহাটে মিথ্যা মামলা দিয়ে হয়রানিরপ্রতিবাদে সংবাদ সম্মেলন


মোঃ সাইদুল ইসলাম হেলাল প্রতিনিধি নওগাঁঃ মিথ্যা মামলা এবং হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে ধামইরহাট উপজেলার দৈওউল বাড়ি গ্রামের ভুক্তভোগী মোসাঃ রেবেকা সুলতানা লিজার বাড়ির আঙিনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রেবেকা সুলতানা লিজা বলেন, প্রায় ১০ বছর আগে নওগাঁ সদর চকবাড়িয়া এলাকার মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে আত্তরঙ্গযেব সরদার ওরফে ডিয়ারের সাথে ১৭ মার্চ ২০১৫ তারিখে আমার বিয়ে হয়। বিয়ের পর আমার শাশুড়ী লায়লা আঞ্জুমান আমাদের বিয়ে অস্বীকার করেন। তখন নিরুপায় হয়ে আমার স্বামী আমাকে নওগাঁ সদর গ্রীন সিটিতে ভাড়া বাসায় রাখে এবং সুখ শান্তিপূর্ণভাবে ৭ বছর ধরে বসবাস করি।

তিনি আরও বলেন, আমাদের সুখের সংসার চলাকালীন সময় হঠাৎই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার স্বামী আত্তরঙ্গযেব ডিয়ারের মৃত্যু হয়। মৃতের পর শাশুড়ি আমার পরিবারের বিরুদ্ধে পরপর ৪টি মিথ্যা মামলা দায়ের করেন। ওই তিনটি মামলা থেকে আমরা খালাস পেয়েছি। তবে এখনো একটি অভিযোগ মহাদেবপুর থানার সার্কেল অফিসে চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

রেবেকা সুলতানা লিজা অভিযোগ করেন, আমার স্বামীর মৃত্যুর ২৪ দিন পর আমার শাশুড়ি জেলা কৃষক লীগের নেত্রী লায়লা আঞ্জুমান প্রভাব দেখিয়ে বাদি হয়ে আমার পরিবারের সদস্য আমার বৃদ্ধ বাবা ইব্রাহিম হোসেন, আমার সহজ সরল ভাই হাফিজুর রহমান, তৌফকুল ইসলাম ও আমার অগ্নিপতি রবিউল ইসলাম এবং আমার মামা রেজাউল করিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা বলেন, কৃষক লীগের নেত্রী লায়লা আঞ্জুমান তার ছেলের মৃত্যুর পর আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে আমাদের প্রতিনিয়ত হয়রানি করছেন। আমি যেন আমার স্বামীর রেখে যাওয়া বাড়ি ও সম্পত্তির অংশীদার না হই তার জন্য আমাকে ও আমার পরিবারের সদস্যদের হয়রানি মূলক মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করতেছে। আমি নিরেপক্ষ এবং সুস্ঠ তদন্ত করে নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি জানাচ্ছি। সেই সাথে মিথ্যা মামলার বাদি কৃষক লীগের নেত্রী লায়লা আরজুমানের হয়রানিমূলক এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য তার শাস্তির দাবি করছি।