কুড়িগ্রামে জেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

কুড়িগ্রাম সদর বিশেষ প্রতিনিধি।
কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি,পৌর বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,ছাত্রদলের নেতাকর্মীরা।মঙ্গলবার ১৮ মার্চ কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব- আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ন আহবায়ক-হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সদস্য -মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, মোঃহেলাল,মোহাম্মদ আবু হানিফ বিপ্লব, আব্দুল হামিদ, মোঃআজিজুল হক সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন -যুবদলের সাধারণত সম্পাদক -নাদিম আহমেদ, মোঃরুহুল আমিন খান টিপু,মাসুদ রানা বাবু, আমিনুল,মানিক,চাদ,মোঃ এরশাদুল হক, কৃষক দলের আহ্বায়ক-রিপন আহমেদ জেলা ছাএদলের সভাপতি -আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক -হাসান জুবায়ের হিমেল, নাগরিক টিভির সংবাদ দাতা-ফজলুল করিম ফারাজী,দৈনিক দেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার -ডা.মোঃএরশাদুল হক সহ প্রমুখ।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় করে দেশের মানুষের অধিকার ও কল্যাণ ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।