লালমনিরহাটে কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১

মোঃ নাজমুল হক
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিন্না গাড়ি সংলগ্ন একটি পাথর বোঝাই ট্রাক ও কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় কারের ড্রাইভার গুরুতর জখম হয়, তবে আর কোন হতা হতের খবর পাওয়া যায়নি।

প্রত্যেক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) আনুমানিক বিকাল ০৫.০০ টার সময় লালমনিরহাট গামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে একটি কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এদুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি তবে সাময়িকভাবে যান চলাচলের ব্যাহত ঘটে ।