ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর মল্লিকের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের পরপর দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবু বকর মল্লিক নিজ বাসভবন কুতুবপুর গ্রামে ( মঙ্গলবার ১৮ মার্চ) ভোর রাতে ষ্টোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। মৃত্যু কালে স্ত্রী, পুত্রসহ অসংখ্যগুনোগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকাল তিন ঘটিকার সময় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে নিজ বাসভবন প্রাঙ্গণে তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে। এদিকে তার মৃত্যুতে মহারাজপুর ইউনিয়ন সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর ভাবে শোকাহত। মহারাজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন শোকপ্রকাশ করেন।
মোঃ আবু সাইদ শওকত আলী
মোবাইল ০১৭১৩৪৫৯৯৯১
তারিখ ১৮/০৩/২০২৫ ইং