মহেশপুর সীমান্তে মাদকদ্রব্য, আতোষবাজি ও অবৈধভাবে পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক

মোঃ আবু সাইদ শওকত আলী,
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধ মাদকদ্রব্য, আতোষবাজি ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক করেছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/৯-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মোঃ ছেন্টু মিয়া এর পান বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আকরাম হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া বেলা  সাড়ে ১১টার দিকে গয়েশপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৭ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের আম বাগানের মধ্যে হতে নায়েক মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭৬ বক্স আতোষবাজি উদ্ধার করা হয়।
তাছাড়াও গত ১৬ মার্চ রাত ৯টার দিকে নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৬/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মোঃ সাগর আলীর আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ওবায়েদুল্লাহ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ওইদিনই ৮.৪০ মিনিটের শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/৮-আর হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে সুবেদার  মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ০৭ জন (সাধন কুমার মন্ডল (৩১), পিতা-দুলাল কুমার মন্ডল, গ্রাম-দূর্বাডাঙ্গা, থানা-মনিরামপুর, জেলা-যশোর, এরশাদ আলী খান (৩৪), পিতা-মৃতঃ রইচ উদ্দিন খান, গ্রাম-ভার মাধাই মুড়ি, থানা-আত্রাই, জেলা-নওগাঁ, পলাশ কুমার বাগচী (২৫), পিতা-মিলন কুমার বাগচী, গ্রাম-মোহাম্মদ পাড়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, তারেক আজিজ (২১), পিতা-আব্দুস শুকুর, গ্রাম-গোড়ক ঘাট, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার, রবিউল আলম (২২), পিতা-নুরুল ইসলাম, গ্রাম-শ্যামলাপুর নয়াপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, নারী-০১ এবং শিশু-০১) ধুর আটক করা হয়। আটককৃত ধুরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়াও একই দিন আনুমানিক সাড়ে ১১টার সময় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মোঃ জালাল উদ্দিনের ধানী জমির পাশে কাঁচা রাস্তার উপর হতে সুবেদার মোঃ শরাফত আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ০২ জন (মোঃ মাহফুজুর রহমান মারুফ (১৯), পিতা- রমজান আলী তালুকদার, গ্রাম-শ্রীপুর, থানা-বাগমারা, জেলা-রাজশাহী এবং সুমন আলী (২২), পিতা-সাদেক আলী, গ্রাম-রাধাকান্তপুর, থানা-লালপুর, জেলা-নাটোর) ধুর আটক করা হয়। আটককৃত ধুরকে চুয়াডাংগা জেলার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।