রাজশাহীর মোহনপুরে ব্র্যাকের আয়োজনে নারীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন
জুয়েল আহমেদ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) আয়োজনে লিগ্যাল এইড এর মাধ্যমে টাকা প্রাপ্ত ক্লায়েন্টদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৭ ই মার্চ) সকাল ১০ টায় ব্র্যাক এর মোহনপুর আইন সহায়তা কেন্দ্রে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন পরিচালনা করেন
মোহনপুর ব্র্যাক অফিসের এ্যাসোসিয়েট অফিসার (সেলপ) জয়নাল আবেদীন জনী, সার্বিক সহযোগিতায় ছিলেন তানজিমা আক্তার (সিও-সেলপ) মোহনপুর।
এই ওরিয়েন্টেশনের মাধ্যমে ভুক্তভোগী নারীরা আর্থিক ব্যবস্থাপনার ঝুঁকি চিহ্নিত করণ, আয় বৃদ্ধি করণ কাজ বা বিনিয়োগের সাথে যুক্ত হওয়ার উপায় জানতে পারে এবং নিজের ও সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার ধরন, মাসিক পারিবারিক বাজেট পরিকল্পনার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। অংশগ্রহণকারী নারীরা এই ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।