নেত্রকোনার কলমাকান্দায় নদীর পাড় থেকে কৃষকের লাশ উদ্ধার

মোহাম্মদ সালাহ উদ্দিন, বিশেষ রিপোর্টার :

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মো. রহমত আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে খবর পেয়ে উপজেলা সদরের ডেইট্টাখালী এলাকায় উব্দাখালি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করেন কলমাকান্দা থানা পুলিশ।

মৃত রহমত আলী উপজেলার চান্দুয়াল এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় কৃষক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- রহমত আলী গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে ক্ষেতের (জমি) রোপন করা বোরো ধান ক্ষেত দেখতে যান। পরে তিনি রাতে আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ডেইট্টাখালি এলাকায় নদীর তীরে একটি লাশ দেখতে পায়, পরে পুলিশ ও মৃত রহমতের পরিবারের লোকজনকে খবর দিলে খবর পেয়ে লাশটি রহমতের শনাক্ত হয় এবং উদ্ধার করে

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন- মৃতের পরিবারের ভাষ্যমতে রহমত আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফসলের মাঠ দেখে নদীর পানিতে হাত-পা ধুয়ার শেষে তীরে উঠলে স্টোক করে মারা যেতে পারেন।

এই মৃত্যু নিয়ে পরিবারেরর পক্ষ থেকে কোন অভিযোগ নেই।
পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে আগ্রহ দেখানোর পরও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসন।