কেন্দুয়া পৌরসভার পূর্ব শান্তিবাগ রেনেসাঁ কিন্ডার গার্ডেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোহাম্মদ সালাহ উদ্দিন, বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার পূর্ব শান্তিবাগ রেনেসাঁ কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বেলা দেড় ঘটিকায় রেনেসাঁ কিন্ডার গার্ডেনের আয়োজনে কেন্দুয়া পৌরসভার পূর্ব শান্তিবাগে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
পালড়া সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষক (অবঃ) মোঃ ইনছান উদ্দিন মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোঃ রইছ উদ্দিন, আছিয়া রাহিলা সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষক স্বপন দেবনাথ, মুক্তিযোদ্ধা নূরুল হক, দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম,
বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধিঃ মোঃ কোহিনূর আলম প্রমূখ।
উপস্হাপনা করেন- নেত্রকোনা জেলার ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান সাগর ও সহকারী শিক্ষক সামিয়া।
ভারসাম্য দৌড়, দীর্ঘ লাফ, হাঁড়ি ভাঙা, গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অথিতিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ ও প্রসংশা কুড়িয়ে নেয় ।
এ সময় উপস্থিত ছিলেন- উক্ত প্রতিষ্ঠানের পরিচালক নার্গিস আক্তার রূপালী, প্রধান শিক্ষক , সহকারী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।