কেন্দুয়া উপজেলার কৃতি সন্তান সাউথ আফ্রিকা (উত্তর) সেচ্ছাসেবক দলের নবকমিটির আহবায়কফকরুল ইসলাম বাবু

মোহাম্মদ সালাহ উদ্দিন, বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কৃতি সন্তান ফকরুল ইসলাম বাবু সাউথ আফ্রিকা (উত্তর) সেচ্ছাসেবক দলের আহবায়ক ফকরুল ইসলাম বাবু নির্বাচিত হয়েছেন।
২২ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এর যৌথ সাক্ষরিত সাউথ আফ্রিকা (উত্তর) সেচ্ছাসেবক দলের ৩১সদস্য আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
উক্ত কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেহপুর কান্দাপাড়া গ্রামের মোঃ ইসরাফিলের কৃতিসন্তান ফকরুল ইসলাম বাবু।
তার সাথে কথা বলে জানা যায়- শৈশব থেকেই চিরাং ইউনিয়ন বাট্টা গ্রামে থেকে মাদ্রায় মাওলানা লাইনে লেখাপড়া শুরু করে জিয়াউর রহমানের আদর্শের অনুপ্রানিত হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী সাহেবের অনুপ্রেরনায় দলের দুর্দিনেও দলের কাজ করে ২০১৬ সালে উন্নত ব্যবসার জন্য সাউথ আফ্রিকা (উত্তর) কেপটাউন নামক স্থানে বসবাস করে উক্ত দেশে থাকা বিএনপির নেতাকর্মীদের নিয়ে সেচ্ছাসেবক দলের রাজনীতির পথচলা।
ফকরুল ইসলাম বাবু’র এক বোন ও চার ভাইয়ের মধ্যে বাবু সবার ছোট।
সাউথ আফ্রিকা থেকে মুঠোফোনে ফকরুল ইসলাম বাবু বলেন- আমি দেশের যুবসমাজ ও দেশের কল্যানের জন্য কাজ করবে।
আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন
সহ আন্তর্জাতিক সম্পাদক জনাব সাইফুল ইসলাম জুয়েল এর তত্ত্ববদানে কমিটি অনুমোদন হয়েছে বলে জানা যায়।
৩১সদস্য কমিটির অনুমোদনের তালিকাঃ
১/ফকরুল ইসলাম বাবু আহবায়ক,২/রাসেল মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক,৩/মাহীন উদ্দিন মাহী যুগ্ম আহ্বায়ক,৪/মোঃ মিজান শিকদার,৪/মোহাম্মদ আরিফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক,৫/জামির হোসেন যুগ্ম আহ্বায়ক,৬/মোঃ মন্জুর পলাশ যুগ্ম আহ্বায়ক,৭/শাহজালাল শামীম যুগ্ম আহ্বায়ক,৮/ ইউসুফ ভুঁইয়া পাভেল যুগ্ম আহ্বায়ক,৯/মামুন মোহাম্মদ যুগ্ম আহ্বায়ক,১০/মোঃ ওমর ফারুক যুগ্ম আহ্বায়ক,১১/রুহুল আমিন যুগ্ম আহ্বায়ক,১২/অন্জন এলাহী সদস্য সচিব
আনোয়ার ভুঁইয়া সদস্য, ১৩/রোমান মোহাম্মদ সোহেল সদস্য, ১৪/মানিক মোহাম্মদ সদস্য,১৫/ মোঃ গোলাম রাফি সদস্য,১৬/মোঃ আতাউর রহমান জনি সদস্য,১৭/মোঃ সোহাগ হক সদস্য,১৮/মোঃ আতাউর রহমান জনি সদস্য,১৯/মোঃ ওয়াব মিয়া সদস্য, ২০/সাইদুল ইসলামসহ ৩১ সদস্যদের নিয়ে এই অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।
কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা দিনকালের প্রতিনিধিঃ মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম বলেন- বিদেশের মাটিতে এইরকম অবস্থান আমার কেন্দুয়ার গর্ব। আমি আশা করি ফকরুল ইসলাম বাবু বিদেশের মাটিতে থেকে বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছে তা অবশ্যই গৌরবের। ভবিষ্যতে দে-শে এসে আরও এগিয়ে যাবে।