বিজয় দিবস উৎসব উপলক্ষে চট্টগ্রাম নন্দিত পর্যটন কেন্দ্র কর্ণফুলী টানেলের অংশ বিশেষ কর্ণফুলী সার্ভিস এরিয়ায় সকল কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফঃ
আনোয়ারা কর্ণফুলী উপজেলার অর্ন্তগত কর্ণফুলী টানেলের পর অংশ হিসাবে পর্যটকদের বিনোদন স্থান হিসাবে পরিচিতি পাচ্ছে । চট্টগ্রাম আনোয়ারা সিইউএফএল সড়ক পথে রাঙ্গাদিয়া বাজারের পরে পারকি সমুদ্র সৈকতের সংযুক্ত পর্যটন কেন্দ্র হিসাবে নন্দিত এ সার্ভিস এরিয়া এটি (৯৬) একর জায়গায় জুড়ে এ প্রকল্পটি, এর পাশাপাশি রয়েছে।প্রোজেক্টটি মূলত (৭৬)একর জায়গা নিয়ে। পর্যটন কেন্দ্রটি হিসাবে নতুন রুপ নিয়ে গড়ে উঠেছে।
এখানে রয়েছে বেশ কিছু বিনোদন স্থান ও কনভেশন হল, সাস্থ্য সেবা কেন্দ্র, মসজিদ,রিসোর্ট রিসিভশন সেন্টার,একটি ভি আই পি বাংলো,চার টা মোটেল ম্যাচ , প্রতিটা মোটে ম্যাচে রয়েছে, সেকশন এ,বি,সি,শাখার মধ্যে বার টা করে। পর্যটকদের থাকার ব্যবস্থা। বাদবাকী ত্রিশটি বাংলো ,বাংলো গুলোতে পরিবার নিয়ে গুরতে আসা (Using) সুবিধা সম্পূর্ণ্য ইউনিক। খাবার থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে বলা জানান। প্রোজেক্ট ম্যানেজার জনাব জালাল উদ্দীন পাপন,সহকারী ইন্জি: আল জাবের রাসেল,সার্ভিস এরিয়ার হিউম্যান রিচার্স বিভাগ মাফিদ,সহকারি আবু সাইদ সরকার, এবং সংযুক্ত ‘ বিবিএ ‘ কর্মকর্তা ছিলেন মো: খোকন,মো : আসাদুজামান।
বিজয় মাসের বিজয় দিবস উপলক্ষে সার্ভিস এরিয়ার সকল কর্মকর্তাদের নিয়ে মিলনমেলা সহ বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করেন। জনাব আজাদ(বাবু),মোহন তার সহকারী টিম।আমন্ত্রিত সেকশন তিনের সার্ভিস এরিয়ার ম্যানেজার চায়নিজ ‘লেউ লি’ প্রোজেক্ট প্রকল্পে কর্ণফুলী সার্ভিস এরিয়া। লেউ লি জানানে আজ বিজয় দিবসের মহান দিনে আপনাদের উৎসবে সকলে উপস্থিতি আন্তরিকতায় আমি আনন্দিত ও মুগ্ধ । আগামীতে এভাবে উৎসব পালনে অভিনন্দন জানায়। আপনাদের এ অনুষ্ঠান উপস্থিত থেকে সময় দিতে পেরে ভালো লেগেছে। সকলের আন্তরিকতার জন্য ধন্যবাদ। আপনাদের বস ও সকল সহকর্মী এবং কর্মকর্তাদের। আজ ১৬ ই ডিসেম্বর বিজয় হক সকলের প্রাণ।আপনাদের বিজয়ের এ মূহুর্তে অভিনন্দন জানাছি,সকল রাতে ভোজনের পর চাইনিজ বস লিউ লি কে নিয়ে সকলে মিলে গ্রুপ ছবির কথা বলেন এবং সকলে ছবির ফ্রেমে আবদ্ধ হয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।