১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসান কেন্দুয়া শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করেন
মো:লুৎফুর রহমান হৃদয়, বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা, কেন্দুয়া থানায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসান কেন্দুয়া শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার সকাল দশটার দিকে চিরাং মোড় থেকে কেন্দুয়া বাজার ঘুরে হাজার হাজার নেতা কর্মী নিয়ে কেন্দুয়া শহীদ মিনার প্রাঙ্গনে আসেন।
তিনি আটপড়া কেন্দুয়া নেত্রকোনা -৩ আসনের বিএনপি’র পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী।
কেন্দুয়ায় বিজয় দিবসের সমাবেশে রোটারিয়ান নাজমূল হাসান বলেন ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের গনহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত মহান বিজয়ের সফলতা আসবেনা।
সোমবার, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। আজ জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন।