চট্টগ্রাম বায়োজিদ বোস্তামীর বিআরটিসি ট্রাক (ডিপো ৯৭) ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ব্যাটমিন্টন খেলা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিভাগীয় ব্যাুরো চীফঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিভাগীয় কার্যালয়ের বিভাগ চট্টগ্রাম ট্রাক ডিপো ৯৭ বায়োজিদ বোস্তামী ৪২১০ এর কতৃক আয়োজিত অনুর্ধ্ব মহান বিজয় দিবস ২০২৪ এর ১৬ই ডিসেম্বর বিজয়ী শুভেচ্ছার আনন্দিত উৎসবে ব্যাটমিন্টন টুনামেন্ট খেলা অনুষ্ঠিত।
খেলা টি একদিনের এবং এ খেলার চট্টগ্রাম বায়োজিদ বোস্তামী ট্রাক ডিপো ৯৭ এর অপারেমশন ম্যানেজার জনাব মোঃ কামরুজ্জামানের যৌথ সঞ্চালনায় ২২ টি দলের মধ্যে ব্যাটমিন্টন খেলার আয়োজন করা হয়। ব্যান্টমিন্টন খেলাটি বিশেষ অবদান রাখেন জনাব মোঃ কামরুজ্জামান ম্যানেজার (অপাঃ) সকল সদস্য তালিকায় রয়েছেন।
১)দলের নামের তালিকা
(ক)মোঃ কামরুজ্জামান ও মো মিজান
(খ) জনাব ইন্দ্রজিৎ ভট্টাচার্য ও জনাব সঙ্গীত
(গ)সোহেল রানা ও সমুন
(ঘ)জনান আবু হানিফ ও মোঃ জুয়েল (ঙ) নাহিয়ান বিন আরবান ও আবদুল আহাদ
(চ) তৌসিফুল ইসলাম ও আবদুল করিম
(ছ)আবদুল হান্নান রুহিন ও আয়নাল হোসেন সহ প্রমুখ। ফাইনাল খেলাটি শুরু হয়। সন্ধ্যা ছয় টা থেকে শেষ হয়। রাত আটটার বিজয়ী উৎসবে শীতের মৌসমে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে।খেলার বিজয়ী নিয়ে আসেন সমাপ্তি। দলের অংশ গ্রহনে ম্যান অব দ্যা ম্যাচ গ্রহন করেন। জনাব কামরুজ্জামান ডিপো (অপাঃ) ম্যানেজার টিম বিজয়ী হয়ে কাপ গ্রহন করেন।অপর দিকে রানার সাফ হিসাবে শান্তনা উপহার লাভ করেন প্রতিপক্ষ দল।। সেই সাথে খেলা টি সমাপ্তি।ঘোষিত হয়। আগামীতে আরো বড় আয়োজনে আশাবাদী মনে করেন খেলার পরিচালক কামরুজ্জামান সাহেব এবং ২২ টি দলের সদস্য বিন্দুরা