মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে আলো ছড়ায়

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় চীপ।

মৃতদেহ ও মানুষের অস্তিত্বের দিকনির্দেশনা মূলক বানি।

প্রথম অংশ: মৃতদেহের অবস্থা ও প্রাকৃতিক প্রক্রিয়া
নিম্নে তুলে ধরা হলো।

বিজ্ঞানের দৃষ্টিতে, আদমজাতি কে কবরস্থ করার ২৪ ঘণ্টা পর আদম জাত,তথা মানুষের মৃতদেহে এমন কিছু পোকা জন্মায়, যা ধীরে ধীরে পায়ুপথ দিয়ে বের হয়। সেইসাথে তীব্র দুর্গন্ধ ছড়ায়,যার দুর্গন্ধ জীবিত মানুষের ফুসফুসে সহ্য করা প্রায় অসম্ভব। এই দুর্গন্ধ অন্যান্য সমগোত্রীয় পোকাদের আকর্ষণ করে।

ধীরে ধীরে আশপাশের পোকা, মাকড় এবং বিছে মৃতদেহের দিকে ছুটে আসে। তারা একত্রে মৃতদেহের মাংস খাওয়া শুরু করে কিম্তু আল্লাহর বিশেষ ব্যাক্তির ক্ষেত্রে ব্যাতিক্রম।

তিন দিন পরে: নাক পচতে শুরু করে।

ছয় দিন পরে: নখ খসে পড়ে।

নয় দিন পরে: চুল খসে পড়ে, লোম ঝরে যায়, এবং পেট ফুলে যায়।

১৭ দিন পরে: পেট ফেটে শরীরের ভেতরের অংশ বেরিয়ে আসে।

৬০ দিন পরে: সমস্ত মাংস জমিনের পোকারা খেয়ে ফেলে।

৯০ দিন পরে: হাড়গুলো দেহ হতে আলাদা হয়ে যায়।

এক বছর পরে: ধীর গতিতে মানুষের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।

পরিণামে মৃতদেহের আর কোনো চিহ্নই অবশিষ্ট থাকে না।

দ্বিতীয় অংশ: মানুষের অহংকারের পরিণতি

মাটিতে মিশে যাওয়ার এই প্রাকৃতিক সত্য আমাদের শেখায় যে মানুষের অহংকার, হিংসা, লালসা, শক্তি, ধনদৌলত, বা ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই।
সবকিছুই মাটিতে বিলীন হয়ে যাবেই।

৫, ৬, বা ৭ ফুট লম্বা মানুষ মৃত্যুর পর এমনভাবে বিলীন হয়ে যায় যে তার কোনো চিহ্নই অবশিষ্ট থাকে না। যে ব্যক্তি জীবনদশায় রাজকিয়ভাবে চলাফেরা করতেন, মৃত্যুর পরে তার সমস্ত গৌরব মাটির সাথে মিশে যায়।

তৃতীয় অংশ: জীবনের শিক্ষা ও পরামর্শ

মানুষের উচিত এমন একটি জীবন যাপন করা যা সুন্দর, কল্যাণময় এবং শান্তিপূর্ণ হয় সকল মাখলুকাতের জন্য ।

প্রতিটিখনে নেরো সেকেন্ড জুড়ে ভালো কাজ করার প্রবণতা বা বীজ নিজ কলবে রোপণ করুন ।

মন্দ চিন্তা দূর করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন।

অহংকার, হিংসা গিবত লোভ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন:
আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন,
এই পৃথিবী অস্থায়ী প্রকৃত জ্ঞান রবের পক্ষ থেকে আশা, যা আলকুরআনের জ্ঞান, তাহা উপলব্ধি করার এবং তার নির্দেশিত পথে চলার জন্য আল্লাহ সকল আশরাফুল মাখলুকাত কে তৌফিক দান করুন।
আমিন।