শি জিনপিংকে নিজের অভিষেকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প!
আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। একাধিক সূত্রের বরাতে বুধবার (১১ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
সিবিএসের খবর অনুযায়ী, ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন পরই শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়। তবে তিনি তা গ্রহণ করেছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ওয়াশিংটনের চীনা দূতাবাস।
এর আগে গত শুক্রবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রেখেছেন ও চলতি সপ্তাহেই তাদের মধ্যে আলাপ হয়েছে।
বর্তমান বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। এখন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে শি যোগদান করলে সেটি একটি নজিরবিহীন ঘটনা হবে।
উল্লেখ্য, ট্রাম্প এখন এমন কথা বললেও নির্বাচনী প্রচারণার পুরোটা সময় চীনবিরোধী কথা-বার্তা বলেছেন তিনি। নিজের হবু প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চীনবিরোধী ব্যক্তিদের মনোনীত করে রেখেছেন তিনি। তাদের একজন হলেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত সিনেটর মার্কো রুবিও।