গাজীপুরে তুলার গুদামে আগুন
মাহাবুল ইসলাম পরাগ, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে একটি তুলার গুদামে আগুন লেগেছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
জনা যায়, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার জহিরুল ইসলাম সরকারের মালিকানাধীন একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন জানান, তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। তুলার গোডাউন হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে কিছুটা ব্যাগ পেতে হলেও রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।