কুড়িগ্রাম কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো:এরশাদুল হক,
কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে শহরের জাহাজ কোম্পানি মোড়স্থ অস্থায়ী জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে সমাবেশে মিলিত হয়।

এ সময় জেলা কৃষক দলের আহ্ববায়ক মোঃ রিপন রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রুকু, কৃষক দল নেতা সোহেল আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জনগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে । তাই দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান বক্তারা।