ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আওতায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রানীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

পরে রানীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতা-কর্মী, কর্মকর্তা, এনজিও কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন- তথ্য কর্মকর্তা হালিমা আকতার, রানীশংকৈল উপজেলা মহিলা দল সদস্য সচিব আনারকলি বেগম ও আহবায়ক মনিরা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, জামায়াতে ইসলামীর সম্পাদক রজব আলী, বিএনপি সভাপতি আতাউর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে নারী শিক্ষা ও পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব দেন। এইসাথে তারা “নারী জাগরণের অগ্রদূত” বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হবার আহবান জানান। পরে ৫ জন জয়ীতা নারীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।