হালুয়াঘাটে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক
মাহাবুল ইসলাম পরাগ, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক অভিযানে জোবায়েদ হোসেন (২৮) ও রফিকুল ইসলাম (৫০) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) বিশেষ অভিযান চালিয়ে হালুয়াঘাট থানা পুলিশ তাদের আটক করে।
জোবায়েদ হালুয়াঘাট উপজেলার পশ্চিম পাগলপাড়া গ্রামের জইমত আলী ওরফে জুলমত আলীর পুত্র। আর রফিকুল ময়মনসিংহের সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মৃত হাছেন আলীর পুত্র।
জোবায়েদকে ১০ বোতল ভারতীয় মদসহ ও রফিকুলকে ১২ বোতল ভারতীয় মদসহ তাদের নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আজ দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।