বিরল রোগে আক্রান্ত কুড়িগ্রামের মোকরাম।

মোঃমাইদুল ইসলাম প্রামানিক
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের সবুজপাড়া গ্রামের ২৩ বছর বয়সী  মোকরাম মিয়া বিরল এক রোগে আক্রান্ত।

মোকরামের বয়স ২৩ হলেও দেখতে ষাটোর্ধ বৃদ্ধের মতো,সুচিকিৎসার অভাবে দীর্ঘদিন থেকে যন্ত্রণাভোগ করে আসছেন অসহায় পরিবারের আলোর  প্রদীপ মোকরাম। ঢাকায় দীর্ঘদিন যাবত চিকিৎসা করলেও মেলেনি সুফল বড় বড় ডাক্তার কে দেখিয়েও মেলেনি সুচিকিৎসা, এদিকে মোকরামের চিকিৎসার পিছনেই  অসহায় পরিবারটি সর্বশান্ত হয়ে গেছেন।জায়গা – জমি বিক্রি করে মোকরামের  চিকিৎসার পিছনে খরচ করলেও সুস্থ না হওয়ায় হতাশায় রয়েছেন পরিবারটি। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

এলাকাবাসী ও পরিবারসূত্রে  জানা যায়  তার ৬ বৎসর থেকেই সে আস্তে আস্তে লিপোড প্রোটিনোসিস এই রোগে আক্রান্ত হয়।এলাকাবাসী ও পরিবারটির দাবি  সরকার থেকে উন্নত  চিকিৎসার সুযোগ করে দিলে  সুন্দর জীবন ফিরে পাবে মোকরাম মিয়া। 

মোকরামের বাবা জানান  আমার ছেলে মোকরাম  ছোট্ট থেকেই এরোগে আক্রান্ত হন অনেক চিকিৎসা করেও সুস্থ করতে পারিনি, আমার ছেলে অনেক মেধাবী  লেখাপড়ার খুবই ইচ্ছে কিন্তু  তার শরীরের এমন করুণ অবস্থায় সে স্কুলেও যেতে পারেনি। সরকারের কাছে আমার দাবি  আমার ছেলের  উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেয়ার।