কানাইঘাটের সীমাবাজারে ২য় তম ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্পেইন সম্পন্ন

কানাইঘাট উপজেলা প্রতিনিধি :রাব্বি হাসনাত ইমন

বাংলাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, ফক্বীহে মিল্লাত, মুফাক্কিরে ইসলাম আল্লামা শফিকুল হক শায়খে আকুনী রহ. স্মৃতি পরিষদে উদ্যেগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ও ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মধ্যস্থল সীমাবাজারে এ খৎনা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এসময় প্রায় ১৫০ জন এতিম-গরিব ও অসহায় বাচ্ছাদের খৎনা দেওয়া হয়।

এছাড়াও বিগত দিনে এই পরিষদের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,মেধাবৃত্তি সহ অন্যান্য সহযোগিতা করা হয়।

ফ্রি খৎনা ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি হাফিজ নোমান বিন ফরিদ।
আল্লামা শফিকুল হক শায়খে আকুনী রহ. স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ ওহিদুজ্জামানের সঞ্চালনায় খৎনা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী ইবাদুর রহমান ক্বাসিমী,কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,কানাইঘাট অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইকবাল বাহার,পরিষদের অন্যতম উপদেষ্টা, হাফিজ মুতিউর রহমান, মাওলানা হেলাল আহমদ।
দিনব্যাপী ফ্রি খৎনা ক্যাম্পের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবায় শৃঙ্খলাকরণ কাজে সহযোগিতা করেন পরিষদের নির্বাহী সভাপতি হাফিজ সুলতান আহমদ, অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুল মালিক, প্রচার সম্পাদক হাফিজ মিজানুর রহমান, মিডিয়া সম্পাদক মাওলানা মামুন রশীদ, সদস্য হাফিজ ফয়ছল,হাফিজ আবু বকর, মাওলানা নুরুল ইসলাম, মুহাম্মদ আশিক উদ্দিন, সমাজকর্মী মুহাম্মদ ইয়াহিয়া সহ আরো অনেকে।
অনুষ্ঠানে এলাকার দেড় শতাধিক গরীব অসহায় শিশুকে খৎনা প্রদান করা হয়। এছাড়াও তাদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আল্লামা শফিকুল হক শায়খে আকুনী রহ. স্মৃতি পরিষদ একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে এই প্রতিষ্ঠান। এর মধ্যে শিক্ষার্থীদের মেধাবৃত্তি,বিভিন্ন দুর্যোগে কাজ করা, গরীব অসহায় শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান অব্যাহত রেখেছে।

You may have missed