নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

IMG-20241130-WA0039


মোঃমাইদুল ইসলাম প্রামানিক
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ সোলায়মান আলী নিহত হয়েছেন।আজ ৩০ শে নভেম্বর ২০২৪ খ্রিঃ সন্ধ্যা ৭:৩০ মিনিটে নাগেশ্বরী মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম- ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক নাগেশ্বরী প্রেস ক্লাবের সামনে প্রবেশের সময় মৃত সোলাইমান আলী রাস্তা পার হচ্ছিলেন।এ সময় ট্রাকটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নেয়া হয়।সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে,এ্যামবুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ নেওযার পথে তিনি মৃত্যু বরন করেন।

নিহত সোলাইমান আলী নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক এবং স্থানীয় আদর্শ লাইব্রেরির মালিক ছিলেন।

তার মৃত্যুতে নাগেশ্বরীতে শোকের ছায়া বিরাজ করছে।