জামালপুরে স্বাস্থ্য খাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন
মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর জেলার বেসরকারি স্বাস্থ্য খাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় শহরের বকুলতলা মোড়ে জামালপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে প্রায় বিভিন্ন ক্লিনিকের ১ হাজার ৫ শত কর্মকর্তা কর্মচারী অংশ নেয়। বড়পীর হযরত আ: কাদের জিলানী(রহ:) হাসপাতাল(প্রা:) এর ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম মাকসুদুর রহমান সোহেলের সঞ্চালনায় জামালপুর বেসরকারী ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান রতন,
শাহজামাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ফয়সল আতিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
মানব বন্ধনে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ফয়সল আতিক তার বক্তব্যে বলেন, এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।