সীতাকুণ্ডের আজমীর বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত

মো.ওমর ফারুক রকি
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে আজমীর বেকারি নামক একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার শুকলালহাট বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।
 
তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আজমীর বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কোনরকম অনুমোদন, লাইসেন্স, বিএসটিআই সনদ না নিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করার প্রমাণ পাওয়ায় বেকারিটিকে এ জরিমানা করা হয়।
 
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা।