কানাইঘাটে ফয়জুল হোসেন হত্যার প্রতিবাদে গাছবাড়ীতে বিশাল মানব বন্ধন

রাব্বি হাসনাত ইমন কানাইঘাট প্রতিনিধি

সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার কৃত সুলতানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। (১৪নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সুলতান আহমদ এলাকার একজন চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত লোক।গত ০৮/১১/২৪ইং শুক্রবার প্রবাসী ছেলে আলী রাজার সামনে পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফয়জুল হোসেনকে গলাকেটে হত্যা করে। পরে এলাকা বাসী খুনি সুলতান কে কৌশলে আটক করে কানাইঘাট থানার হাতে তুলে দেন। এর পর ঐদিনেই নিহতের ছেলে বাদী হয়ে ৩জন কে আসামী করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্যে রাখেন, নিহত ফয়জুল হোসেনের ছেলে আলী রাজা,চাচাতো ভাই ফয়জুল হাসান,গাছবাড়ী বাজারের ব্যবসায়ী আব্দুল খালিক,গাছবাড়ী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, সিএনজি(৭০৭) গাছবাড়ী উপশাখার সাবেক সভাপতি আতাউর রহমান,ছাত্রনেতা মিজান বক্তব্য রাখেন।

You may have missed