১৬ বছর পর ধরলা সেতু উদ্বোধন ফলক দখলদার মুক্ত


মো:এরশাদুল হক, কুড়িগ্রাম সদর |

কুড়িগ্রামের ধরলা সেতুর উদ্বোধন ফলক অবমুক্ত করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২০০২ সালে প্রধানমন্ত্রী থাকাকালিন সময়ে ধরলা সেতুর উদ্বোধন করেন।

এরপর ২০০৮ সাল থেকে এই ফলক দখল করে রাখে দখলবাজরা।স্মৃতিময় এই ফলকটি এতদিন অযত্নে এবং দৃষ্টি গোচর হীন ছিল।

গতকাল বিষয়টি জেলা প্রশাসক কুড়িগ্রাম, নুসরাত সুলতানাকে আওয়ার অবগত করলে তাৎক্ষণিক তিনি নিজে স্থানটি পরিদর্শন করেন এবং দোকানপাটসহ সবকিছু সরানোর নির্দেশ দেন। মঙ্গলবার সকালে পৌর কর্তৃপক্ষ এডিসি উত্তম কুমার এর তত্বাবধানে ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, আলী রেজা হিরন এ দ্বায়িত্ব পালন করেন।আগামী কয়েকদিনের মধ্যে পুলিশ বক্সটি সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার কুড়িগ্রাম মোঃ মাহফুজার রহমান।

এই ফলক উন্মোচন হওয়ায় সাধারণ মানুষসহ দলীয় নেতা কর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেল, ধন্যবাদ জানিয়েছেন।