নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে এক যুবকের দুই বছরের জেল
যুবকের দুই বছরের জেল মাদক সেবকের অভিযোগে।
মো: লুৎফুর রহমান হৃদয় বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ বিভাগ
মাদক সেবনের অভিযোগে তোফায়েল আহমেদ নামের এক যুবককে দুই বছরের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
সোমবার (১১ নভেম্বর)২০২৪ দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করা হয়েছে।
আদালত পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,কেন্দুয়া উপজেলার চিরাং বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় ওই যুবককে মাদক ( গাজা) সেবন করতে দেখে তাকে আটক করে পুলিশ। এ সময় গাঁজা সহ গাঁজা সেবনের সর্ঞ্জামাদিও জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউ এন ও ইমদাদুল হক তালুকদার তোফায়েল আহমেদকে দুই বছরের কারাদন্ডাদেশ দেন।একই সাথে ১০০ টাকার জরিমানা ও করা হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান সাজাপ্রাপ্ত ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রট ইউ এন ও ইমদাদুল হক তালুকদার এ সময় বলেন,মাদক শুধু ব্যাক্তি নয় সমাজের বিরাট ক্ষতি করে।পরিবার ধ্বংস করে দেয়।যেখানেই মাদক,সেখানেই প্রতিরোধ।মাদকের বিষয়ে জিরো টলারেন্স।কোন প্রকার ছাড় নেই।তিনি মাদক নির্মুলে সমাজের সকল মানুষকে এগিয়ে আসার আহবান জানান।