ব্যাটিং-বোলিংয়ে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরাল বাংলাদেশ
কাজি সোহেল রানা বিবিসি নিউজ ২৪
প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরার ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংসের পর বোলিংয়েও সফল নাসুম আহমেদ। এর সঙ্গে অন্যান্যদের দারুণ পারফরম্যান্সে দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানে জিতল বাংলাদেশ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলা ৭ ওয়ানডেতে এটিই বাংলাদেশের প্রথম জয়।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দায়িত্বশীল ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ১১৯ বলে তিনি করেন ৭৬ রান। ওপেনিংয়ে সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৫ রান।
শেষ দিকে ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অভিষিক্ত জাকের আলি। আর নাসুমের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৫ রান। বাংলাদেশ করে ২৫২ রান।
বোলিংয়ে নেমে নিজের প্রথম বলেই উইকেট নেন নাসুম। পরে আল্লাহ্ মোহাম্মদ গাজানফারকে বোল্ড করে তিনিই নিশ্চিত করেন দলের জয়।
সব মিলিয়ে ৮.৩ ওভারে এক মেইডেনসহ ২৮ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান পান ২টি করে উইকেট।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন রেহমাত শাহ। রান আউটে কাটা পড়েন তিনি। এছাড়া সেদিকউল্লাহ আটাল করেন ৩৯ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫২/৭ (তানজিদ ২২, সৌম্য ৩৫, শান্ত ৭৬, মিরাজ ২২, হৃদয় ১১, মাহমুদউল্লাহ ৩, জাকের ৩৭*, নাসুম ২৫, তাসকিন ২*; ফারুকি ৭-০-৬৯-০, গাজানফার ১০-০৩৫-২, নাবি ১০-০-৪৯-০, নাইব ২-০-১০-০, ওমারজাই ৩-০-২৩-০, রাশিদ ১০-০-৩২-২, খারোটে ৮-০-২৮-৩)
আফগানিস্তান: ৪৩.৩ ওভারে ১৮৪ (গুরবাজ ২, সেদিকউল্লাহ ৩৯, রেহমাত ৫২, শাহিদি ০, নাইব ২৬, নাবি ১৭, রাশিদ ১৪, খারোটে ৪, গাজানফার ১, ফারুকি ০*; শরিফুল ৮-০-৪৫-১, তাসকিন ৬-১-২৯-১, মিরাজ ১০-১-৩৭-২, মুস্তাফিজ ৮-০-৩৭-২, নাসুম ৮.৩-০-২৮-৩, মাহমুদউল্লাহ ৩-০-৭-০)