সি ইউ সি উদ্দ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মায়েদের নিয়ে রান্না প্রতিযোগিতা আমার মা সেরা রাঁধুনি ২০২৪
নিজস্ব প্রতিবেদক
আজ ৯ নভেম্বর ২০২৪ শনিবার সন্ধ্যা ৬.০০ মিঃ সিইউসি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সি ইউ সি এর আয়োজনে অনুষ্ঠিত হলো সুবিধা বঞ্চিত শিশুদের মায়েদের নিয়ে খুলনাতে এই প্রথম রান্না প্রতিযোগিতা সি ইউ সি আমার মা সেরা রাঁধুনি প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সি ইউ সি এর প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী আরিফ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব ইফতেখার আলী বাবু, উপদেষ্টা সিইউসি, এবং সভাপতি নসিব খুলনা শাখা,রৌদ্র ছায়া ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি মীর মোঃ কবির হোসেন,স্বাধীন ফউন্ডেশন এর সভাপতি জনাব মোঃ মাসুদুর রহমান সোহাগ,খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস,খান শাওয়াল আহমেদ সৈকত
এম.বি.বি.এস.(ফাইনাল ইয়ার),ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল মেডিকেল প্রমোশন অফিসার সুজিত রায়। সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী ও সদস্য আরিফা ইসলাম খুকু মনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খুলনার প্রসিদ্ধ দুইজন জনপ্রিয় রন্ধন শিল্পী শেফ রাজিয়া সুলতানা,সার্টিফাইড ট্রেনার অ্যান্ড আসেসর লেভেল ৪ (বিটিইবি ), ফুড এন্ড বেভারেজ প্রডাকশন লেভেল ৩ (এনএসডিএ) এবং শেখ মৌসুমী রাশিদ, বেকারি এন্ড পেস্ট্রি প্রোডাকশন (আইএনএসডিএ) লেভেল ৩, ফুড ক্যাডেট ঢাকা।অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের ৩৫ জন মা প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে চাম্পিয়ন হয়েছেন পারুল খাতুন,২য় রানার আপ হয়েছেন মিম আক্তার মনিকা,৩য় রানারআপ হয়েছেন লিপি আক্তার। সবাইকে উত্তরীয় সহ সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, প্রধান শিক্ষক সিইউসি স্কুল, জনাব কারীমা আক্তার, সহকারী শিক্ষক সিইউসি স্কুল, জনাব ডি কে, হ্যান্ড রাইটিং শিক্ষক, জনাব চিত্রশিল্পী মিলন বিশ্বাস ড্রইং শিক্ষক, মোহাম্মদ মামুনুর রশিদ,মিম আক্তার মনিকা। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সকলের মাঝে বক্তব্য প্রকাশ করেন এ ধরনের আয়োজন খুলনা তথা বাংলাদেশের কোথাও পূর্বে হয়নি। আজকের অনুষ্ঠানে দুই শতাধিক মানুষের আগমনে সুন্দর মনোরম পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।এখানে সবার উপস্থিতিতে শিক্ষার্থীদের কন্ঠে গান পরিবেশন করেন এবং সকল প্রতিযোগীরা সবাই অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত এবং সকল শিশুর অনেক আনন্দ উপভোগের মাধ্যমে অনুষ্ঠানটি সুস্থভাবে সম্পন্নের লক্ষে সি ইউ সি এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রৈদ্রুছায়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা হয়।