রংপুর বিভাগ রাজারহাট রেলস্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রা বিরতি ও টিকিট বরাদ্দের দাবিতে রেলপথ অবরোধ

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় চীপ।

কুড়িগ্রাম রাজারহাট রেল স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বরাদ্দের দাবিতে রেলপথে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।০৯ নভেম্বর শনিবার সকাল ৮:২০ মিনিটে এ কর্মসূচি পালন করে তারা । স্থানীয়রা জানায় তিন বছর ধরে রাজারহাট রেলস্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস রেলটি যাত্রা বিরতি দেওয়া কথা থাকলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ এবং গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার আমাদের প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিলো সেই কর্মসূচিতে এ বিষয় পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও গত ২ মাসে কোন কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি । এ বিষয়ে রেল কর্তৃপক্ষ জানায় উপর মহলের অনুমতি ছাড়া তারা এ বিষয় কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবে না তবে তারা খুব তাড়াতাড়ি এটা বাস্তবায়নের করবে বলে জানিয়েছেন। জনগনের টাকায় কেনা সম্পদ জনগণ যদি সেবা না পায় আগামী তে ভয়াবহ সময়ের দৃশ্য দর্শনের জন্য প্রস্তুত থাকুন বলে হুশিয়ারী দিয়েছেন স্থানীয় জনসাধারণ।