কুড়িগ্রাম জেলায় ৯০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার,


মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী রংপুর বিভাগীয় চীপ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৬ নভেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ০৯:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন নাখারগঞ্জ বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় একটি ব্যাটারি চালিত অটো থামানোর সিগনাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০৩ জন অটো থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে এবং তাদের ব্যাটারি চালিত অটো তল্লাশি করে ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার ও অটো জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ইসলামপুর পাটেশ্বরী এলাকার মোঃ বেলাল হোসেন (২২), মোঃ আব্দুল খালেক (২০) ও তাজুল ইসলাম (২২) দের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যহত রোয়েছে।