তাড়াশে জাতীয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা 

এস,এম,রুহুল তাড়াশী, সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি:-

সিরাজগঞ্জের তাড়াশে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে তাড়াশ সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে কৃষ্ণাদিঘী স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা রাশিদুল ইসলাম রাশু।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজ গঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম ও জয়নুল আবেদীন মাহবুব,পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার,
বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ, উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক সাইদুর রহমান ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পিএম নজরুল যুবদল নেতা আমিনুল ইসলাম আমিন, রাশিদুল ইসলাম, ছাত্র নেতা খোন্দকার শাফী জাহাঙ্গীর,পৌর ছাত্রদলের সদস্য সচিব হিরা,তালম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরহাদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম জাহাঙ্গীর বলেন ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।
তিনি আরো বলেন,তাড়াশ উপজেলা বিএনপির পকেট কমিটি কেউ মানে না।
আগামীতে উপজেলা বিএনপির কমিটি সদস্যদের প্রত্যক্ষ ভোটে মাধ্যমে হবে।