পটুয়াখালী জেলা আমতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে যানবাহন চলাচল

মোঃনুহুইসলাম স্টাফ রিপোর্টার

বরগুনার আমতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত যানবাহন চলাচল করছে।
গত ২২ জুন দুপুর আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়ন ও চাওড়া ইউনিয়নের হলদিয়া হাট সংলগ্ন একটি ঝুঁকিপূর্ণ সংযোগ সেতু ভেঙে বরযাত্রীবাহী দুটি গাড়ি খালে পড়ে যায়, এ ঘটনায়  নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছে, এবং ১১ আহত হয়েছে। 
এই দূর্ঘটনার পরে উপজেলার সকল ঝুকিপূর্ণ ব্রিজে সকল প্রকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার সাইনবোর্ড লাগিয়ে দেয় বরগুনা এলজিইডি।
বরগুনা এলজিইডির উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে ৩ নং আঠারগাছিয়া ইউনিয়নের ইউনুস চৌকিদার বাড়ি সংলগ্ন ৭ নং ওয়ার্ডের গোডাঙ্গা গ্রামের সাথে ৮ নং ওয়ার্ডের পশ্চিম আঠারগাছিয়া গ্রামের সংযোগ ব্রিজের উপর দিয়ে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নিজাম মুন্সির নেতৃত্বে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে।
এবিষয়ে ইউপি সদস্য মোঃ নিজাম মুন্সি বলেন, আমাকে তদারকি করতে দিছেন আমি যাইতে পারিনাই।যাব।
এবিষয়ে আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, যেখানে সরকারী সাইন বোড আছে সেখেত্রে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেওয়া যাবেনা।
এবিষয়ে আমতলী উপজেলা প্রকৌশলী,,,,, বলেন,সরকারী সাইন বোড থাকা সত্য ও যদি কোন যানবাহন চলাচল করে, তহলে আইন গত ব্যাবস্ত নেওয়া হবে।